এমসিজে নিউজ

প্রথম পাতা » মঞ্চ: বেতার

Category Archives: মঞ্চ: বেতার

সাংবাদিকতা পেশাতেও বর্ণবাদ!


Shyamal Kanti Biswas

শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা/বোনেরা, আপনারা জানেন কি সাংবাদিকতার মত মহান পেশাতেও কিন্তু বর্ণপ্রথা (!?) আছে। সাংবাদিকতা বলতে আমরা প্রধানত দুই ধারাকে বুঝি। যথা: Broadcast/Higher Cast (TV Journalism) ও Print/Online (ঘুরিয়ে বললে দাড়ায় Scheduled/Lower Cast)।

Broadcast সাংবাদিকরা হলেন উচ্চ/ বড় বংশের/এলিট/অভিজাত (?) শ্রেণীর। তাদের প্রায় সকলেরই নিজস্ব গাড়ী আছে আবার না থাকলেও অফিসের গাড়ীতে করেই অফিসে যাওয়া আসা করে। আর আর্থিক সঙ্গতি সাপেক্ষে কম সংখ্যক Scheduled Cast (নিম্নবর্গীয়/দলিত শ্রেণীর) সাংবাদিকদের নিজস্ব গাড়ী আছে।

Broadcast সাংবাদিকরা টেলিভিশনের মাধ্যমে সহজেই জনপরিচিতি/খ্যাতি পান। আর Print/Online এর ক্ষেত্রে জনগণ কেবল সম্পাদকদের নাম কমবেশি জানা থাকলেও চেহারা জানা থাকে না।

Broadcast সাংবাদিকদের বেতন কাঠামো বেশ ভাল (আমি নিশ্চিত জানিনা) বলেই সাংবাদিকদের জন্য নতুন ও বর্ধিত মজুরি ঘোষণার ব্যাপারে তাদের কোন মাথাব্যথা নেই আর Scheduled Cast সাংবাদিকরাই বরং তাদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে বেশি সোচ্চার।

তাই, কোন সাংবাদিকের সাথে পরিচিত হওয়ার সময় অবশ্যই জেনে নিবেন তিনি আসলে কোন Cast বা গোত্রের (??)। কিংবা কোন সাংবাদিক পাত্র/পাত্রীর সাথে আপনার ভাই/বোন/ভাগ্নে/ভাগ্নী/ভাইপো/ভাইজির বিয়ে দেওয়ার সময়ও একই পরিচয় সূত্র প্রয়োগ করতে পারেন।

এক সপ্তাহ আগে এক সাবেক সহকর্মী (যিনি বছর খানেক আগে কোন এক টেলিভিশন/Broadcast Media–তে যোগদান করেন) তার মহামূল্যবান সময়ের অপচয় করে তার সাবেক কর্মক্ষেত্রে পদধূলি দিতে আসেন। একেএকে সবার খবরাখবর নেন। একপর্যায়ে আমাকে প্রশ্ন করলেন আমি ভাল আছি কিনা।

আমার সরস প্রতউত্তরটি ছিল এরকম: “আর দাদা আপনি তো Broadcast সাংবাদিক আর আমরা Scheduled Cast সাংবাদিক। তারপরও যে গরীব মানুষদের (!?) কথা মনে রেখেছেন এটাই তো আমাদের বড় পাওয়া।”

ছোটবেলায় ভাব-সম্প্রসারণ পড়েছি ‘অসির চেয়ে মসি বড়’। অর্থাৎ ‘তরবারির চেয়ে কলমের শক্তি বেশি’। সেই অর্থে বলা হয়ে থাকে সাংবাদিকদের কলমের শক্তিও অনেক বেশি।

Broadcast সাংবাদিকতার মূলশক্তি বোধকরি ভিডিও ক্যামেরা আর প্রিন্ট মিডিয়ার কলম/কী=বোর্ড। এখন ক্যামেরা ও কী-বোর্ড/কলমের মধ্যে কোনটির শক্তি বেশি সেটা নিয়ে তর্ক হওয়াটাই স্বাভাবিক।

[বি.দ্র: সাংবাদিক ভাই/বোনদের মধ্যে মৌলবাদ/বর্ণবাদ ছড়িয়ে দেবার জন্য খুবই দুঃখিত। স্ট্যাটাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হল একটু হাস্যরস করা।]